দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় অবস্থিত তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে। প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে রেবতী নামে এক নারী ভক্তের মর্মান্তিক মৃত্যু হয়। তার সঙ্গে থাকা ৮ বছর বয়সী সন্তান শ্রীতেজ গুরুতর আহত হয় এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আল্লু অর্জুনসহ থিয়েটার কর্তৃপক্ষ এবং নিরাপত্তা দলের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, অভিনেতা হঠাৎ করে থিয়েটারে উপস্থিত হওয়ার কারণে প্রচুর ভিড় জমে যায় এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকার দায়ে ভারতীয় দণ্ডবিধির ১০৫ ও ১১৮(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মুক্তির আগেই ‘পুষ্পা ২’ সিনেমা ৪০০ কোটির বেশি ব্যবসা করেছে। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমাটি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যুয়েল, যা ২০২১ সালে মুক্তি পেয়েছিল।