প্রযুক্তিখাতের শীর্ষ প্রতিষ্ঠান অ্যামাজন জানিয়েছে, তারা জার্মানিতে অতিরিক্ত ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। এছাড়াও, তারা এ বছর জার্মানিতে তাদের কর্মীসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে।
বুধবার অ্যামাজন এই তথ্য প্রকাশ করে।
অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং শাখা, অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর বিভিন্ন অবকাঠামো সম্প্রসারণে ৮.৮ বিলিয়ন ইউরো ব্যয় করা হবে। বাকিটা খরচ হবে লজিস্টিকস, রোবোটিকস এবং দুটি নতুন কর্পোরেট অফিস তৈরিতে।
এ বছরের শেষে জার্মানিতে অ্যামাজনের স্থায়ী কর্মীর সংখ্যা ৪০ হাজারে পৌঁছাবে বলে জানিয়েছে কোম্পানিটি। ২০২৩ সালে কর্মীর সংখ্যা ছিল প্রায় ৩৬ হাজার।
অ্যামাজন জানায়, ২০১০ সাল থেকে তারা জার্মানিতে প্রায় ৭৭ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, অ্যামাজনের এই বিনিয়োগ প্রমাণ করে যে জার্মানি এখনও ব্যবসার জন্য একটি আকর্ষণীয় স্থান।