শিরোনাম

দক্ষিণ এশিয়ার যুব সম্মেলনে বাংলাদেশের পতাকা ওড়ালেন আলফি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যুব সম্মেলনে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ সংগঠক আলফি শাহরীন। ৬ ও ৭ ডিসেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সিনামন গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।

bangladesh

তামাকবিরোধী আন্তর্জাতিক সংস্থা ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস (সিটিএফকে) আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের ১০ জন যুব প্রতিনিধি অংশ নেন। আলফি শাহরীন তার সংস্থা নারী মৈত্রীর কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে তামাকবিরোধী প্রচারণার সফলতা তুলে ধরেন। বিশেষ করে ই-সিগারেটের ব্যবহার রোধে তার উদ্যোগ ও নেতৃত্বের গল্প আন্তর্জাতিক মঞ্চে দারুণ প্রশংসিত হয়।

তামাকবিরোধী উদ্যোগে আলফি শাহরীনের ভূমিকা

আন্তর্জাতিক এই সম্মেলনে আলফি তথ্যনির্ভর তামাকবিরোধী উদ্যোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠন কৌশল এবং শিল্পপ্রতিষ্ঠানের হস্তক্ষেপ প্রতিরোধে তার কার্যক্রমের অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ এবং অর্জন নিয়ে বক্তব্য রাখেন। বিশেষত, তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি এবং নীতিনির্ধারণে তার উদ্ভাবনী প্রচেষ্টার কথা তুলে ধরেন।

সম্মেলনের সারাংশ এবং সাফল্য

এই দুই দিনের সম্মেলনটি শেষ হয় অংশগ্রহণকারীদের সনদ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আলফি শাহরীন এবং তার সহকর্মীরা বিভিন্ন তামাকবিরোধী সংস্থা যেমন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, ঢাকা আহ্‌ছানিয়া মিশন, ড্রপ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং নারী মৈত্রী-এর কার্যক্রম তুলে ধরেন।

আলফি তার অনুভূতি প্রকাশ করে বলেন,

“এই সম্মেলনে অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তামাকবিরোধী প্রচারণার অভিজ্ঞতা জানতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। এই অভিজ্ঞতাগুলো আগামীতে তামাকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে কাজে লাগাব।”

আলফি শাহরীনের পেশাগত জীবন

ইউল্যাব থেকে স্নাতক সম্পন্ন করা আলফি বর্তমানে নারী মৈত্রীতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি বাংলাদেশের প্রথম সারির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সফল রিপোর্টার এবং প্রোগ্রাম উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।