শিরোনাম

টঙ্গীতে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ফাইল ছবি

তাবলীগ জামাতের সাদপন্থী ও যোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ব ইজতেমা মাঠের দখল নিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বাসিন্দা বেলাল (৬০)। সংঘর্ষে আহত অন্তত ৩০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, ইজতেমা মাঠে রাতের সংঘর্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন স্থানীয় হাসপাতালে এবং অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সংঘর্ষে ৫০-৬০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • টঙ্গী
  • বিজিবি
  •