শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৯

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন বাদে সকল আরোহী নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এরপর বিমানটিতে ভয়াবহ আগুন লেগে যায়, যা নিয়ন্ত্রণে আনতে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি, যার মধ্যে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটার পর এখনও উদ্ধারকাজ চলছে এবং ১৮১ জনের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে সমস্যা তৈরি হয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।