আজ থেকে শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।
সাত দলের অংশগ্রহণে এবারের বিপিএল তিনটি ভেন্যু—মিরপুর, সিলেট, ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের পাশাপাশি নতুন প্রতিভার আবির্ভাবের জন্যও বিপিএল সবসময় আলোচনায় থাকে।
এবারের বিপিএলে অংশগ্রহণকারী সাতটি দল হলো: ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, এবং চট্টগ্রাম কিংস।
এখনও পর্যন্ত এবারের আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, গত বছরের মতো এবারও মোট চার কোটি টাকার প্রাইজমানি থাকবে। চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা, রানার্সআপ দল এক কোটি টাকা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য বরাদ্দ থাকবে ১০ লাখ টাকা। এছাড়া সেরা ব্যাটার ও সেরা বোলারকেও পুরস্কৃত করা হবে।
বিপিএল চলাকালীন দর্শকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ‘শহীদ মুগ্ধ কর্নার’ থেকে বিনামূল্যে পানি নিতে পারবেন দর্শকরা। সেখানে রাখা কিউআর কোড স্ক্যান করে স্বেচ্ছায় ‘জুলাই ফাউন্ডেশন’-এ অনুদান দেওয়ার সুযোগও থাকবে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ভেন্যুতে থাকবে ‘বর্জ্য-শূন্য’ জোন।