শিরোনাম

ওয়েস্ট হ্যামকে গোল বন্যায় ভাসিয়েছে লিভারপুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় দিয়ে বছর শেষ করেছে লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে অলরেডসরা।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিভারপুল। তাদের একতরফা আক্রমণের সামনে ওয়েস্ট হ্যাম কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ম্যাচের ৩০তম মিনিটে লুইস ডিয়াজ গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধেই কোডি গ্যাকপো ও মোহাম্মদ সালাহ আরও দুটি গোল যোগ করেন।

বিরতির পর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও দিয়াগো জটা দুটি গোল করেন, যার ফলে লিভারপুল ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই দুর্দান্ত জয়ের মাধ্যমে বছর শেষ করার পাশাপাশি ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে আর্নে স্লটের দল।