শিরোনাম

দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

১ অক্টোবর ইরান ইসরায়েলে চালায় “অপারেশন ট্রু প্রমিজ,” যা এক সিনিয়র আইআরজিসি কমান্ডারের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। এই অভিযানে ইরান প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে। এর পর থেকেই ইরানের ওপর পশ্চিমা দেশগুলোর চাপ বাড়তে থাকে। তবে সেই চাপের মাঝেও ইরান জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদী ও বৃহৎ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কর্মীদের উদ্দেশ্যে প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলা করতে সক্ষম। তিনি উল্লেখ করেন, বছরের পর বছর ধরে ইরান বড় শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও বলেন, ইরানের সামরিক শক্তি কয়েক দশকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফল। “অপারেশন ট্রু প্রমিজ” এর উল্লেখ করে তিনি জানান, এটি ছিল ইরানের শক্তি প্রদর্শনের একটি ছোট উদাহরণ।

মেজর জেনারেল সালামি আরও জানান, প্রতিদিন দেশের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র এবং তাদের ব্যবস্থার সংখ্যা বাড়ছে। ইরানি ক্ষেপণাস্ত্রের গুণগত মান, পরিমাণ এবং নকশায় প্রতিনিয়ত উন্নতি হচ্ছে, যা একযোগে শত শত প্লেনে আঘাত হানতে সক্ষম।

তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষায় কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করেনি।