শিরোনাম

ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি—এমন অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্ট মার্টিনের মাঝামাঝি বাংলাদেশি জলসীমা থেকে এই জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করা হয় বলে জানিয়েছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।

সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আরাকান আর্মির সদস্যরা সশস্ত্র অবস্থায় দুটি ট্রলারসহ ১১ জন জেলেকে নিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে নাফ নদী ও সাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান জানান, স্থানীয়ভাবে তারা এমন একটি ঘটনার খবর পেয়েছেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ১১ জন জেলেকে সাগর থেকে ধরে নিয়ে যাওয়ার খবর তারা শুনেছেন। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।