আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের রেল ও সড়কপথে শুরু হয়েছে ঈদযাত্রা। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ে এবং বাস মালিকরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
সোমবার (২৪ মার্চ) ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে এবারের ঈদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।
সকাল থেকেই রেলপথে যাত্রীরা নিরবচ্ছিন্নভাবে ঢাকা ছাড়ছেন। এ পর্যন্ত ৪৩টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৪টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।
এছাড়া ঈদের পর ফেরার যাত্রার জন্য আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীরা প্ল্যাটফর্ম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট থাকলেও অতিরিক্ত ট্রেনের সংখ্যা নিয়ে কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করেছেন। কর্মজীবীরা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।
আজ থেকে বাসযোগে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলেও এখনো তেমন ভিড় দেখা যায়নি। রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে যাত্রীসংখ্যা কম থাকায় বেশিরভাগ বাস খালি আসন নিয়েই ছেড়ে যাচ্ছে।
যাত্রীদের অনেকে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে পরিবহন সংশ্লিষ্টদের মতে, লম্বা ছুটির কারণে প্রথমদিকে যাত্রীসংখ্যা কম থাকলেও দুদিন পর থেকে চাপ বাড়তে পারে বলে তাদের আশা।