শিরোনাম

রেল ও সড়ক পথে ঈদ যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের রেল ও সড়কপথে শুরু হয়েছে ঈদযাত্রা। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ে এবং বাস মালিকরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (২৪ মার্চ) ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে এবারের ঈদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল থেকেই রেলপথে যাত্রীরা নিরবচ্ছিন্নভাবে ঢাকা ছাড়ছেন। এ পর্যন্ত ৪৩টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৪টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।

এছাড়া ঈদের পর ফেরার যাত্রার জন্য আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীরা প্ল্যাটফর্ম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট থাকলেও অতিরিক্ত ট্রেনের সংখ্যা নিয়ে কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করেছেন। কর্মজীবীরা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের নেওয়া পদক্ষেপসমূহ

  • আগাম টিকিট বিক্রি: যারা আজ যাত্রা করবেন, তাদের টিকিট ১৪ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে বিক্রি করা হয়েছে।
  • বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ: ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
  • নাশকতা প্রতিরোধ: ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা বাড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা অবলম্বন করছে। নাশকতাকারীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • টিকিট ব্যবস্থাপনা: ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী ও ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একই নিয়ম বিমানবন্দর স্টেশনেও কার্যকর থাকবে।
  • সেলুনকার সংযোজন স্থগিত: ঈদের আগে ১০ দিন ও ঈদের পরের ১০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন বন্ধ থাকবে।

সড়কপথে ঈদযাত্রার অবস্থা

আজ থেকে বাসযোগে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলেও এখনো তেমন ভিড় দেখা যায়নি। রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে যাত্রীসংখ্যা কম থাকায় বেশিরভাগ বাস খালি আসন নিয়েই ছেড়ে যাচ্ছে।

যাত্রীদের অনেকে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে পরিবহন সংশ্লিষ্টদের মতে, লম্বা ছুটির কারণে প্রথমদিকে যাত্রীসংখ্যা কম থাকলেও দুদিন পর থেকে চাপ বাড়তে পারে বলে তাদের আশা।