সামরিক আইন জারির স্বল্পকালীন ঘোষণার কারণে বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেদিন দেশটির যৌথ তদন্ত দলগুলোর সদর দফতর এক বিবৃতিতে জানায় যে, বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউন সুক-ইওলের গ্রেফতারি পরোয়ানা চেয়ে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে আবেদন করা হয়েছে।
এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবার, যখন কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হলো।
গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারির পর ব্যাপক সমালোচনার মুখে ১৪ ডিসেম্বর দেশটির পার্লামেন্ট ইউন সুক-ইওলকে অভিশংসিত করে। এরপর তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
ইউনের বরখাস্তের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও একইভাবে অভিশংসনের মুখোমুখি হন, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা।