কানাডার পরবর্তী ফেডারেল নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন।
মাত্র কয়েকদিন আগেই, ১৪ মার্চ, জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মার্ক কার্নি। দায়িত্ব গ্রহণের মাত্র নয় দিনের মধ্যেই তিনি সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন।
কার্নির এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।
আগাম নির্বাচন ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে কার্নিকে প্রশ্ন করা হয়, বর্তমান পরিস্থিতিতে এটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কি না। উত্তরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম নয় দিনেই তার দল কানাডার অর্থনীতিকে সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি কানাডার জনগণের কাছ থেকে শক্তিশালী ও ইতিবাচক সমর্থন আশা করছি, যাতে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কার্যকরভাবে আলোচনা চালিয়ে যেতে পারি এবং এমন একটি কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতে পারি যা সবার জন্য উপযোগী। কারণ, আমাদের বড় ও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।’
কানাডার ফেডারেল নির্বাচন মূলত আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে কার্নি তার লিবারেল পার্টির জন্য কৌশলগত সুবিধা নিশ্চিত করতে চাইছেন। ট্রুডোর জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা এবং ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর লিবারেল পার্টির জনপ্রিয়তা বেড়েছে, যা নির্বাচনে তাদের অনুকূলে যেতে পারে।