গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরাইলের জন্য একটি “বড় পরাজয়” হিসেবে আখ্যা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
১৫ মাসের সহিংসতা শেষে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তিটি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। তিনি জানান, চুক্তিটি ইসরাইলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর তা কার্যকর হবে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, “এই যুদ্ধের সমাপ্তি এবং ইসরাইলের ওপর যুদ্ধবিরতি আরোপ ফিলিস্তিনিদের জন্য একটি সুস্পষ্ট বিজয় এবং ইসরাইলের জন্য বড় পরাজয়।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রতিরোধ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা আল-আকসা মসজিদ ও জেরুজালেমকে মুক্ত করার অঙ্গীকারে অবিচল রয়েছে।”
ইসরাইল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তারা নতুন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছে বিপ্লবী গার্ড।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, “ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এবং ইরান-সমর্থিত প্রতিরোধ অক্ষ ইসরাইলকে পিছু হটতে বাধ্য করতে সক্ষম হয়েছে।”