ইরান তাদের ইতিহাসে প্রথমবারের মতো একটি গোয়েন্দা জাহাজ উন্মোচন করেছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, “জাগরোস” নামের এই অত্যাধুনিক জাহাজটি নৌবাহিনীর কার্যক্রমকে আরও উন্নত করবে।
ইরানে নির্মিত জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর, সাইবার ও গোয়েন্দা প্রযুক্তি দিয়ে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, “জাগরোস গভীর সমুদ্র এবং মহাসাগরে নজরদারির কাজে নৌবাহিনীর চোখ হিসেবে কাজ করবে।”
এই জাহাজ উদ্বোধনের সময় ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশজুড়ে বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করছে। মহড়াটি মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এবং এর প্রধান লক্ষ্য হচ্ছে নাতাঞ্জ, ফোর্দো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট শপথ গ্রহণের সময় থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
২০২০ সালে ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিকল্প উপস্থাপন করা হয়েছে। তবে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে এবং সাম্প্রতিক মাসগুলোতে নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং যারা এ ধরনের দাবি করছেন তারা অজুহাত তৈরি করছেন। তিনি আরও দাবি করেন, ইরানের আঞ্চলিক অবস্থান আগের মতোই শক্তিশালী রয়েছে।