ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। মেকোরোট নামক ইসরাইলি কোম্পানির মাধ্যমে যে পানি সরবরাহ হতো, সেটিই বন্ধ হওয়ায় উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকায় পানি পৌঁছানো বন্ধ হয়ে গেছে।
এ তথ্য জানায় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি, শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে।
গাজা সিটির পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজার শুজাইয়া অঞ্চলের একটি প্রধান পানি পাইপলাইনে ক্ষতি হয়েছে। এই এলাকায় ৩ এপ্রিল থেকে ইসরাইলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে।
তিনি আনাদোলুকে বলেন, “পানির প্রবাহে বাধা সৃষ্টির সুনির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার নয়। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করছি, যাতে বোঝা যায়—ইসরাইলি বিমান হামলার কারণে পাইপলাইনে ক্ষতি হয়েছে কি না।”
মেহান্না আরও জানান, “এই বাধা যদি সরাসরি সামরিক কার্যক্রমের কারণে ঘটে, কিংবা এটি যদি ইসরাইলি কর্তৃপক্ষের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়—দু’টি ক্ষেত্রেই পরিণতি ভয়াবহ হবে।”
তিনি সতর্ক করে বলেন, “যদি দ্রুত পানি সরবরাহ পুনরায় চালু না করা হয়, তাহলে গাজা ভয়াবহ পানি সংকটের সম্মুখীন হবে।”
উল্লেখ্য, গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে অবরোধ, অবকাঠামোর ভাঙন এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। বর্তমানে মানবিক সংকট আরও তীব্র হওয়ায় পানির মারাত্মক ঘাটতির ঝুঁকিতে পড়েছে অঞ্চলটি।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর মার্চ থেকে ইসরাইল ফের সামরিক অভিযান শুরু করে গাজা উপত্যকায়।