দক্ষিণ কোরিয়ায় এবার খ্রিষ্টীয় নতুন বছরের কোনো উদ্যাপন হয়নি। বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। নতুন বছরের কাউন্টডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শনসহ সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
প্রতি বছর নতুন বছরের প্রথম প্রহরে দক্ষিণ কোরিয়ায় বর্ণিল আতশবাজি ও আলোকসজ্জার আয়োজন হয়ে থাকে। আকাশজুড়ে লেজার লাইটের ঝলকানিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবার সেই চিত্র পুরোপুরি ভিন্ন। নতুন বছর শোকের আবহে শুরু হবে, এমনটা কেউ কল্পনাও করেনি।
যেখানে আতশবাজি আর উৎসবের আনন্দে মেতে ওঠার কথা, সেখানে এখন চলছে হৃদয়বিদারক দুর্ঘটনার জন্য রাষ্ট্রীয় শোক।
দক্ষিণ জেওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার কারণ হিসেবে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনার পর সরকার ৪ জানুয়ারি পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করেছে।
বাতিল করা হয়েছে সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট ২০২৫, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিওডাইমুন শহরের সিনচন কাউন্টডাউন কনসার্ট এবং আনসানের উইশ সানরাইজ ইভেন্টসহ বিভিন্ন আয়োজন। সূর্যোদয় ঘিরে যেসব উৎসব হওয়ার কথা ছিল, সেগুলোও বন্ধ রাখা হয়েছে।
বছরের শুরুতেই এই দুর্ঘটনায় পুরো দক্ষিণ কোরিয়া শোকের আবহে ডুবে গেছে। আনন্দের বদলে নতুন বছরকে বরণ করছে তারা গভীর বেদনার সঙ্গে।