উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘর্ষ ও হামলায় অন্তত ৬৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ও পশ্চিম সুদানে সোমবার (৩ ফেব্রুয়ারি) সংঘটিত সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে। চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, সাউথ কর্ডোফান প্রদেশের রাজধানী কাদুগলিতে কামানের গোলাবর্ষণের ফলে কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং ৭০ জন আহত হয়েছেন।
সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এই শহরে হামলার জন্য সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) এর এক গোষ্ঠীকে দায়ী করেছেন গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। তিনি এএফপিকে জানান, কাদুগলির বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে এলাকা অস্থিতিশীল করাই তাদের উদ্দেশ্য।
গভর্নর আরও বলেন, স্থানীয় একটি বাজারকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এছাড়া, এসপিএলএম-এন বাহিনী সাউথ কর্ডোফানের বিভিন্ন অঞ্চলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদান চলমান সংঘাতে বিপর্যস্ত থাকলেও সাম্প্রতিক সময়ে দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।