যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। গত বুধবার (২২ জানুয়ারি) সই করা এক নির্বাহী আদেশে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং রাজস্ব মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে একটি প্রতিবেদন প্রস্তুত করতে।
এই নির্দেশনার পর রুবিওকে ১৫ দিনের মধ্যে এই বিদ্রোহী গোষ্ঠীকে তালিকাভুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে এবং হোয়াইট হাউস জানিয়েছে, মার্কো রুবিও সিনেটর থাকা অবস্থায় হুথিদের তালিকাভুক্তির জন্য সুপারিশ করেছিলেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই হুথিদের ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ (এসডিজিটি) এবং ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে, জো বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত বাতিল করে দেয়। তখনকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মানবিক সংকটের কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন।
এছাড়া, বাইডেন প্রশাসন ২০২৪ সালে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং নৌবহরে হামলার ঘটনায় হুথিদের আবারও ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন প্রশাসনের ‘দুর্বল নীতি’ হুথিদের সাহস জুগিয়েছে, যার ফলে তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে ডজনখানেক এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে শতাধিক হামলা চালিয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলিতভাবে হুথিদের কার্যক্রম এবং তাদের সম্পদে উৎস বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে হুথিদের হামলা প্রতিরোধ করা যাবে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এছাড়া, এই আদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)কে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা হুথিদের সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান বা গোষ্ঠীর সঙ্গে আর কাজ না করে। আরও বলা হয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান হুথিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি উদাসীন থেকেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।