শিরোনাম

ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি তার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না পৌঁছে, তাহলে দেশটির ওপর বোমা হামলা এবং বাণিজ্যিক অবরোধ আরোপ করা হবে।

সম্প্রতি ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প এই মন্তব্য করেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে তাদের ওপর বোমা বর্ষণ করা হবে। এমন বোমা হামলা চালানো হবে, যা তারা আগে কখনো দেখেনি।”

তিনি আরও বলেন, “যদি তারা চুক্তি না করে, তাহলে চার বছর আগে যেভাবে বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিলাম, তেমন ব্যবস্থা আবার নেওয়া হবে।”

ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের মধ্যে রয়েছে ওমানের মাধ্যমে ইরানকে একটি চিঠি পাঠানো, যেখানে নতুন পরমাণু চুক্তির আহ্বান জানানো হয়। তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা মার্কিন চাপ ও সামরিক হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার ফের ঘোষণা করেন যে, তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয়। তবে, তিনি ইঙ্গিত দেন যে, ইরান সবসময় পরোক্ষ আলোচনায় আগ্রহী। একই মত প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি পরোক্ষ আলোচনার পক্ষে অবস্থান নিয়েছেন।

এনবিসির সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরান থেকে তেল আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম দফার শাসনামলে (২০১৭-২০২১) যুক্তরাষ্ট্র ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান-পশ্চিমা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায়, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।