ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স-কে ঘিরে মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন। ভারতের কেন্দ্রীয় সরকার এই অঞ্চলকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এই অঞ্চলকে ইন্টারনেট ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা আলোচনার জন্ম দিয়েছে।
২০২১ সালে প্রথমবার ভারতের ত্রিপুরা হয়ে বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করে সেভেন সিস্টার্স অঞ্চলে ইন্টারনেট সংযোগ চালু হয়েছিল। পরিকল্পনা ছিল, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট বাংলাদেশের ল্যান্ডিং স্টেশনে পৌঁছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে সরবরাহ করা হবে। তবে বিটিআরসি এই প্রকল্প থেকে সরে আসার পর ভারতের তথ্যপ্রযুক্তি মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ট্রানজিট বন্ধ হলেও সেভেন সিস্টার্সের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে তেমন প্রভাব পড়বে না। ভারত ইতোমধ্যে বিকল্প ব্যবস্থা গড়ে তুলেছে:
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছিল একটি বিকল্প ব্যবস্থা। এটি ব্যবহার করা হলে দ্রুতগতির ইন্টারনেট সহজে ছড়িয়ে দেওয়া সম্ভব হতো। তবে বিকল্প পরিকল্পনা থাকায় ভারত সমস্যা ছাড়াই প্রয়োজনীয় ব্যান্ডউইথ নিশ্চিত করতে সক্ষম।