তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জাতিসংঘের বর্তমান কাঠামো সম্পূর্ণ সংস্কার প্রয়োজন। তিনি মনে করেন, পৃথিবীকে পাঁচটি স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য দেশের ইচ্ছার ওপর নির্ভরশীল রাখা যায় না।
শুক্রবার (১ ডিসেম্বর) ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে মেহর নিউজ।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কড়া সমালোচনা করে এরদোগান বলেন, “১৯৪টি দেশের ভবিষ্যত মাত্র পাঁচটি দেশের করুণার ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।” তিনি আরও বলেন, “পৃথিবী পাঁচটি দেশের চেয়ে অনেক বড়।”
এরদোগান দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের কাঠামোর সমালোচক। তিনি উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা বিভিন্ন মানবিক সংকটের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এর মধ্যে তিনি ন্যায়, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের সুযোগ খুঁজে দেখার আহ্বান জানান।
তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, তার দেশ গাজার জনগণ এবং লেবাননের জন্য সাহায্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদের এই প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তার প্রস্তাব দিয়েছে। এরদোগানের বক্তব্য ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। গাজা ও লেবাননে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তার এই আহ্বান নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।