শিরোনাম

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করাই তার সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, “আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়ার পর আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করব, যা আমাদের দায়িত্বের অংশ।”

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সহযোগিতা জোট বিমসটেক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।


মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (NSA)-এর পরিচালক টিমোথি হফকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে, বর্তমান ও সাবেক তিন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

হফ ছাড়াও তার সহকারী ওয়েন্ডি নোবেলকেও বরখাস্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নোবেলকে পেন্টাগনের গোয়েন্দা বিভাগের অধীনে একটি নতুন পদে পুনর্নিযুক্ত করা হয়েছে।

তবে বরখাস্তের কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। NSA-এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে উইলিয়াম হার্টম্যান এবং ডেপুটি পরিচালক হিসেবে শিলা থমাস দায়িত্ব গ্রহণ করবেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনহোয়াইট হাউস এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

রাজনৈতিক প্রতিক্রিয়া:
মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের গোয়েন্দা বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্য জিম হিমস এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের প্রভাব:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনতে একাধিক কর্মকর্তা বরখাস্ত করেছেন এবং তার অনুগত ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন।

এদিকে, ট্রাম্প প্রশাসনের সংক্ষিপ্তকরণ ও পুনর্গঠনের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক। সম্প্রতি তিনি NSA পরিদর্শন করে টিমোথি হফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

NSA ও সাইবার কমান্ড:
NSA যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা, যা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে। মার্কিন সাইবার কমান্ড দেশের সাইবার নিরাপত্তা রক্ষা ও প্রতিরক্ষা বিভাগের নেটওয়ার্ক পরিচালনার দায়িত্ব পালন করে।