শিরোনাম

পূর্বাচলে প্লট নেয়ায় শেখ হাসিনা-রেহানা পরিবারের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ফাইল ছবি

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার সন্তান রেদোয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটি মামলায় আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি তার পদ ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পে অযোগ্য ব্যক্তিদের নামে প্লট বরাদ্দে অনৈতিক সুবিধা দিয়েছেন। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসব মামলার আসামি হয়েছেন।

এর আগে রোববার (১২ জানুয়ারি) শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগে আরেকটি মামলা করে দুদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ছয়টি প্লট বরাদ্দ নেন। এসব প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও তিনি এবং তার পরিবারের সদস্যরা তা দখল এবং রেজিস্ট্রির মাধ্যমে নিজেদের নামে নেন।

মামলায় দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯ এবং ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুসারে অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, শেখ হাসিনা এবং তার পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচল আবাসন প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে তিনি ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন।