শিরোনাম

অবশেষে পদত্যাগ করলেন আউয়াল কমিশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের বিষয়টি জানান।

এই পদত্যাগের পর নির্বাচন কমিশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইডিকার্ড ছাড়া প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বেলা ১১টায় সাংবাদিকদের সামনে আসার আগে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ করেন কমিশনের সদস্যরা।

পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনের দুই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সিইসি ও চার কমিশনার পদত্যাগের পর তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা থাকায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে। বর্তমান কমিশন নির্বাচনী বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এবং গত জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক হিসেবে দেখানোর জন্য আওয়ামী লীগকে ডামি স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছিল।

Krishibid Group Real Estate-ads