অপারেশন ডেভিল হান্টে বড় অপরাধী থেকে শুরু করে ছোট অপরাধী—কেউই রেহাই পাবে না। যারা অন্যায় করেছে, তারা এই অভিযানে ধরা পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বাদ পড়েননি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট চলবে যতদিন না দেশ অপরাধমুক্ত হয়।’
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যথেষ্ট পরিমাণে পণ্য আমদানি করা হয়েছে, তাই দাম সহনীয় পর্যায়ে থাকবে।’
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে একাধিক কমিটি কাজ করছে।
রাজশাহীতে নন-ইউরিয়া সারের সংকট সম্পর্কে তিনি বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তে ভারতীয় আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের প্রতিরোধের ভূমিকা প্রশংসনীয়। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদক্ষেপ নেওয়া উচিত।
আইনশৃঙ্খলা সংক্রান্ত এই বৈঠকে এগারো পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ, র্যাব-৫ এর অধিনায়ক মেজর মাসুদ হায়দার, বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন জেলার প্রশাসক, পুলিশ সুপার এবং মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।