শিরোনাম

রেস্তোরাঁসহ কিছু পণ্য ও সেবায় ভ্যাট পুনর্বিবেচনা করবে এনবিআর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ফাইল ছবি

রেস্তোরাঁর খাবারের ওপর ভ্যাট বৃদ্ধির পাঁচ দিনের মাথায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে এবং রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে, ভ্যাটের আওতায় রাজস্ব বৃদ্ধি এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সমিতির সক্রিয় সহযোগিতা চেয়েছে এনবিআর।

এর আগে, ভ্যাট হার কমানোর দাবিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়।

এনবিআর সূত্রে জানা গেছে, রেস্তোরাঁ ছাড়াও আরও কিছু পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাট পুনর্বিবেচনা করা হতে পারে। তবে কোন কোন পণ্য ও সেবার ভ্যাট পুনর্মূল্যায়ন করা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওষুধ এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানসহ (আইএসপি) কিছু খাতে ভ্যাট হারের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি একটি অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁর খাবারের ভ্যাটের হার ৫ শতাংশ থেকে একধাপে ১৫ শতাংশ করা হয়। একইসঙ্গে আরও শতাধিক পণ্য ও সেবায় নতুন ভ্যাট হার আরোপ করা হয়। এর ফলে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়।