ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুতেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। বাস্তব পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি বৈঠকে উঠে এসেছে ঠিকই, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো তাগিদ দেওয়া হয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, দায়িত্ব শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বিষয়টি সরকারের প্রতিশ্রুতি। আলোচনা টেবিলে নির্বাচন নিয়ে কথা উঠতেই পারে—এটা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, থাইল্যান্ডের আলোচনায় মিয়ানমার সরকার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত বলে জানিয়েছে। বাকি তালিকা তারা পর্যালোচনা করছে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা বুঝে এখনই প্রত্যাবাসন সম্ভব নয় বলে তিনি জানান।