হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (১৯ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৬ নম্বর দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে বিচারপতি পদ থেকে অপসারণ করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের বিধান অনুসারে বিচারপতি খিজির হায়াতকে ১৮ মার্চ তারিখে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে।
বিচারপতি খিজির হায়াত ১৯৬৭ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন সম্পন্ন করে ১৯৯৭ সালের ৬ আগস্ট ঢাকা জেলা জজ আদালতে আইন পেশায় যুক্ত হন। এরপর ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হন।
এর আগে, দুর্নীতির অভিযোগ ও ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে সমালোচিত বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এর প্রেক্ষিতে ২০ অক্টোবর থেকে ১২ জন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়, যার মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন।
উল্লেখ্য, বিচারপতি খিজির হায়াত অতীতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।