অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা স্বপ্নের জন্য জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। যদিও আমাদের সক্ষমতা সীমিত হতে পারে, তবুও সেই স্বপ্ন বাস্তবায়নের সংকল্প থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবই এবং যারা অত্যাচার ও নির্যাতন করেছে তা সবার সামনে তুলে ধরব।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যে কাজ শুরু করেছো, তা চালিয়ে যেতে হবে। অন্যথায় জাতিকে অশান্তি ও দুঃস্বপ্নের মধ্যে ফেলা হবে।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর রাষ্ট্র গঠনের এত বড় সুযোগ আর আসেনি। এই সুযোগ হারিয়ে ফেললে দেশের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। আমাদের কেবল রাষ্ট্র নয়, বিশ্বে সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে যে পৃথিবীর মানুষ জানতে চায়—এই অনন্য দেশটি কীভাবে গড়ে উঠেছে। যদি এই মন্ত্র শিথিল হয়, তবে আমাদের জন্য কষ্ট অপেক্ষা করছে। সেই কষ্ট যাতে আমাদের না হয়, তা নিশ্চিত করতে হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, তোমাদের চিন্তা সঠিক এবং স্বচ্ছ। যদি কেউ এর বাইরে যাওয়ার পরামর্শ দেয়, তা থেকে বেরিয়ে আসো। এই বাস্তবায়ন আমাদের সার্বিক দায়িত্ব। ভুলক্রমে যদি কোথাও সীমা অতিক্রম হয়, তা আমাদের জানিয়ে দাও। আমরা একযোগে এই স্বপ্ন সফল করতে পারব, বলেন প্রধান উপদেষ্টা।