শিরোনাম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাব গ্রহণযোগ্য নয়: সিইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা হ্রাস পেতে পারে।

রোববার নির্বাচন ভবনে অনুষ্ঠিত আরএফইডি টকে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

সংস্কার কমিশন প্রায় চার মাসের কর্মযজ্ঞ শেষে ১৫০টি সুপারিশ প্রণয়ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো—নির্বাচন কমিশনের জবাবদিহি সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনঃনির্ধারণে একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব স্বাধীন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। তবে এসব প্রস্তাবের বিরোধিতা করেছেন সিইসি।

তিনি বলেন, “সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থি। এসব সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীন দায়িত্ব পালনের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।”

জাতীয় নির্বাচনের বিষয়ে সিইসি আরও বলেন, “ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি শুরু করতে হবে। সংস্কারের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হলে সেটা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হবে।”

স্থানীয় সরকার নির্বাচন ইসির আওতাভুক্ত নয় বলে মন্তব্য করে তিনি বলেন, “স্থানীয় নির্বাচনের আয়োজন করতে এক বছরের মতো সময় লাগবে। যদি এসব নির্বাচন করতে হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নাও হতে পারে।”

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলটির নিবন্ধন থাকছে কিনা, তা নির্ভর করছে রাজনৈতিকভাবে জাতীয় ঐকমতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের ওপর। এ বিষয়ে কমিশনের ভূমিকা নেই।”

জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করতে চায় না নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে সিইসি বলেন, “সকল অনিয়ম রোধে জনগণই পাহারাদার হিসেবে ভূমিকা রাখবে। প্রয়োজনে বিএনসিসিকেও কাজে লাগানো হবে।”