স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভাইরোলজি বিভাগের শিক্ষকদের মাসিক প্রণোদনা ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকদের নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন জমা দেওয়ার শর্তে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এই ভাতা প্রদান করা হবে। এর মাধ্যমে বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূর করার পাশাপাশি শিক্ষার মান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা-১) উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের নয়টি বিভাগের সঙ্গে ভাইরোলজি বিভাগকে বেসিক সাবজেক্টের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখিত বিভাগগুলো হলো:
নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী, ভাইরোলজি বিভাগের শিক্ষকরাও নির্ধারিত হারে মাসিক প্রণোদনা ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষকদের নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দাখিল করতে হবে। কোনো শিক্ষক যদি চিকিৎসা প্র্যাকটিসে যুক্ত থাকেন, তবে তিনি এই ভাতা পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
ভাতার পরিমাণ:
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই প্রণোদনার ব্যয় নিজস্ব রিসোর্স সিলিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং এর জন্য অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না। ভাতা প্রদানের সময় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম হলে দায়ী থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।