বিশ্বব্যাংক জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৩ কোটি মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৩৮ পয়সা হিসাবে)। এই অতিরিক্ত অর্থায়ন পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিদ্যুৎ সংযোগ শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া “এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন” প্রকল্পের জন্য ব্যবহার করা হবে। বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন স্বাক্ষর করেন।
২০১৮ সালের ১০ এপ্রিল, বিশ্বব্যাংক এই প্রকল্পের জন্য ৩ হাজার ৬৪২ কোটি ৪৮ লাখ টাকা ঋণ সহায়তার মূল চুক্তি স্বাক্ষর করে। তবে, কোভিড-১৯ মহামারির সময় বিশ্বব্যাংক এই প্রকল্প থেকে ৫০ মিলিয়ন ডলার প্রত্যাহার করে তা কোভিড-১৯ সংশ্লিষ্ট কার্যক্রমে বরাদ্দ দেয়। পরবর্তীতে প্রকল্পটি সফলভাবে শেষ করার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ৩ কোটি মার্কিন ডলার অর্থায়নের আবেদন করা হয়, যা বিশ্বব্যাংক অনুমোদন করে।
এই ঋণের ক্ষেত্রে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধের সুযোগ থাকবে। ঋণের সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ হবে ০ দশমিক ৭৫ শতাংশ। তবে অনুত্তোলিত অর্থের জন্য সর্বোচ্চ ০ দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারিত থাকলেও, বিশ্বব্যাংকের বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থবছরে কোনো কমিটমেন্ট ফি পরিশোধ করতে হবে না।
এই প্রকল্পটি কুমিল্লা, চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলে বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা উন্নত করতে সহায়তা করবে। বিদ্যুতের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি ক্রমবর্ধমান চাহিদা মেটানোর মাধ্যমে এই প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত পূর্বাঞ্চলের শিল্পায়ন এবং বসবাসরত জনগণের জীবনমান উন্নত করতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ একান্ত প্রয়োজন।
বিশ্বব্যাংকের এই অতিরিক্ত অর্থায়ন প্রকল্পের সময়মতো সফল বাস্তবায়নে ভূমিকা রাখবে। এ ছাড়া, এটি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খাত উন্নয়নের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। বিনিয়োগের এই উদ্যোগের মাধ্যমে শুধু বিদ্যুৎ সরবরাহই নয়, বরং টেকসই উন্নয়ন নিশ্চিত করার পথেও অগ্রগতি সাধিত হবে।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ খাতে সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং উন্নয়ন সহযোগীদের সমর্থন দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক কাঠামোকে আরও সুদৃঢ় করবে।