শিরোনাম

কিস্তিতে সবার পাওনা পরিশোধ করবে দুর্বার রাজশাহী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। দলটির ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করা নিয়ে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। রান রেটে পিছিয়ে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পরও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি এবং ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ সত্ত্বেও রাজশাহীর মালিকপক্ষ এখনো ক্রিকেটারদের বেতন পরিশোধ করেনি। এমনকি বিদেশি ক্রিকেটাররা টিকিট না পাওয়ায় দেশে ফিরতেও পারছেন না।

ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। একের পর এক অনিয়ম করে রাজশাহী বিপিএলকে বিতর্কিত করার পাশাপাশি দেশের ক্রিকেটের ভাবমূর্তিও নষ্ট করেছে। এমন পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুর রহমানের দেশ ছেড়ে পালানোর গুঞ্জন ওঠে, যা সরকারকে হস্তক্ষেপে বাধ্য করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনী শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানে তিনি দোষ স্বীকার করে নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ শতাংশ হারে তিন কিস্তিতে ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হবে। ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক পরিশোধ করবে। কেবল খেলোয়াড়রাই নয়, দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই তাদের পাওনা বুঝে পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। যদি নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করা হয়, তবে শফিকুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপিএলের অনিয়ম তদন্তে ইতোমধ্যে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ শুরু করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির একের পর এক অনিয়ম গণমাধ্যমে প্রকাশ পেলে, বিষয়টি সমাধানের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। তখন মালিক পক্ষ ২ ফেব্রুয়ারির মধ্যে ৫০ শতাংশ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বরং আরও অনিয়মের অভিযোগ সামনে আসে, এমনকি কিছু খেলোয়াড় আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন।