শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের জবাবে একই হারে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডা ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকে, আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেন। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।

ট্রুডোর পাল্টা পদক্ষেপের ঘোষণার পর অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এই শুল্ক যুদ্ধ বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বৈশ্বিক প্রবৃদ্ধি ধীর হতে পারে।

সংবাদ সম্মেলনে ট্রুডো মার্কিন জনগণের উদ্দেশে বলেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রভাব সরাসরি মার্কিন বাজার ও অর্থনীতিতে পড়বে। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই সম্পর্ক বিশ্বে বহু দেশ ঈর্ষা করে।

ট্রুডো আরও বলেন, সাধারণ পণ্যের ওপর শুল্ক বসানো অবৈধ ফেন্টানিলের চোরাচালান বন্ধের কার্যকর উপায় নয়। পাশাপাশি তিনি সতর্ক করেন, আগামী কয়েক সপ্তাহ উভয় দেশের নাগরিকদের জন্য কঠিন হতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেওয়া শুল্ক পদক্ষেপের ফলে সীমান্তের দুই পাশে কর্মজীবী মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, যা কানাডা চায়নি। তবে তিনি স্পষ্ট করে দেন যে, কানাডা এ বিষয়ে পিছু হটবে না।

এদিকে, মেক্সিকান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণার পাল্টায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, মেক্সিকোর স্বার্থ রক্ষায় ট্যারিফ ও নন-ট্যারিফ নীতি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।