শিরোনাম

ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

নথিবিহীন ভারতীয় অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিমানটি কোন অঙ্গরাজ্য থেকে উড়েছে, ভারতে কোথায় অবতরণ করবে এবং এতে মোট কতজন ভারতীয় রয়েছেন— এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি ভারতের মাটিতে পৌঁছাতে ২৪ ঘণ্টারও বেশি সময় লাগবে।

প্রাথমিকভাবে ১৮ হাজার নথিবিহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন, যার প্রথম দলটিকে ইতোমধ্যেই বিমানে তোলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণার সময় ঘোষণা করেছিলেন যে, ক্ষমতায় ফিরলে তিনি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের অপসারণ করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর, ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ গ্রহণের দিনই তিনি কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে “আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান” শীর্ষক একটি আদেশও অন্তর্ভুক্ত ছিল।

এই আদেশের পরপরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়।

যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় রয়েছেন। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সংখ্যার দিক থেকে মেক্সিকানরা শীর্ষে, এরপর এল সালভাদর এবং তৃতীয় স্থানে ভারতীয়রা রয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ২৫ হাজার নথিবিহীন ভারতীয় অভিবাসী বসবাস করছে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার।

এই অভিযান শুরু হওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গত মাসে বলেছিলেন যে, যেসব ভারতীয় যুক্তরাষ্ট্রে বৈধ অনুমোদন ছাড়া বসবাস করছেন, তাদের গ্রহণ করতে ভারত প্রস্তুত।

আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, চলমান অভিযানের আওতায় বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন।