প্রথমবার ইউরোতে খেলার সুযোগ পেয়ে শেষ ষোলোতে উঠে সবাইকে চমকে দিয়েছিল জর্জিয়া। তবে সেই বিস্ময়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। স্পেনের কাছে পরাজিত হয়ে তাদের ইউরো যাত্রা শেষ হলো। চমৎকার খেলেই স্পেন ৪-১ ব্যবধানে ম্যাচ জিতেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার এই ম্যাচে জর্জিয়া কিছুটা হলেও স্পেনকে চাপে ফেলে দেয়। স্প্যানিশদের সেই চাপ শুরু হয় একটি আত্মঘাতী গোলের মাধ্যমে।
শেষ ষোলোর ম্যাচে শুরুতে আত্মঘাতী গোলের ধাক্কায় পিছিয়ে পড়লেও রদ্রির গোলে প্রথমার্ধেই সমতা ফেরায় স্পেন। দ্বিতীয়ার্ধে তারা জর্জিয়ার জালে আরও তিনটি গোল করে। এই গোলগুলো করেন ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস এবং দানি ওলমো।
প্রতিপক্ষের সেই আত্মঘাতী গোলটি বাদে পুরো ম্যাচে আর কোনো সম্ভাবনা সৃষ্টি করতে পারেনি জর্জিয়া। তাদের চারটি শটের একটিও লক্ষ্যে ছিল না। অন্যদিকে, স্পেন ৭৫ শতাংশ বল দখলে রেখে ৩৫টি শট নেয়, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। অনেকগুলো পরিষ্কার সুযোগ নষ্ট না হলে জয়টি আরও বড় ব্যবধানে হতে পারতো।
চিরাচরিত টিকি-টাকা স্টাইল থেকে সরে গিয়ে এবার ইউরোতে স্পেন খেলছে গতিশীল ও দৃষ্টিনন্দন ফুটবল, যা মুগ্ধ করছে ফুটবলপ্রেমীদের। এই মুগ্ধতা অব্যাহত ছিল জর্জিয়ার বিপক্ষে ম্যাচেও। আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি।