শিরোনাম

সৌদিসহ ১১ দেশে আজ ঈদ, মিসরসহ ১৪টিতে কাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ মোট ১১টি মুসলিম দেশে আজ রবিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। অন্যদিকে, মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়াসহ ১৪টি দেশে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার ১১টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ রবিবার ঈদ উদযাপিত হচ্ছে। তবে যেসব দেশে চাঁদ দেখা যায়নি, সেসব দেশে সোমবার বা মঙ্গলবার ঈদ পালিত হতে পারে।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তাই রবিবার ঈদ উদযাপিত হচ্ছে।

অন্যদিকে, মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিশিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তাদের দেশে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার ঈদ উদযাপন করা হবে।

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াও জানিয়েছে, তারা সোমবার ঈদ উদযাপন করবে। একইভাবে পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত ও অস্ট্রেলিয়ায়ও সোমবার ঈদ উদযাপিত হবে।

ইরাকে দুই ভিন্ন সিদ্ধান্ত দেখা গেছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, ইরাকে সোমবার ঈদ হবে। তবে কুর্দিস্তান আঞ্চলিক সরকার নিজস্ব চাঁদ দেখার ভিত্তিতে জানিয়েছে, সেখানে রবিবার ঈদ উদযাপিত হচ্ছে।

লেবাননের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা গেছে। দেশটির সুন্নি কর্তৃপক্ষ রবিবার ঈদের ঘোষণা দিয়েছে, তবে শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রবিবার চাঁদ দেখার পর তাদের সিদ্ধান্ত জানাবে এবং তারা সোমবার ঈদ উদযাপন করবে বলে ধারণা করা হচ্ছে।

আজ রবিবার যে ১১টি দেশে ঈদ উদযাপিত হচ্ছে সেগুলো হলো:
১. সৌদি আরব
২. সংযুক্ত আরব আমিরাত
৩. কাতার
৪. বাহরাইন
৫. কুয়েত
৬. তুরস্ক
৭. ইয়েমেন
৮. ফিলিস্তিন
৯. সুদান
১০. লেবানন (শুধু সুন্নি কর্তৃপক্ষ)
১১. ইরাক (শুধু কুর্দিস্তান আঞ্চলিক সরকার)

সোমবার যে ১৪টি দেশে ঈদ উদযাপন করা হবে সেগুলো হলো:
১. ওমান
২. মিসর
৩. সিরিয়া
৪. জর্ডান
৫. মরক্কো
৬. ইন্দোনেশিয়া
৭. পাকিস্তান
৮. মালয়েশিয়া
৯. ব্রুনেই
১০. ভারত
১১. অস্ট্রেলিয়া
১২. ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ)
১৩. তিউনিশিয়া
১৪. লিবিয়া

বাংলাদেশে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যদি চাঁদ দেখা যায়, তাহলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে, অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ করে মঙ্গলবার ঈদ হবে।