শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে অসুস্থতার কারণে এই ম্যাচে নেই নিয়মিত অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয় প্রথম টেস্ট।
এই ম্যাচ দিয়েই শুরু হলো ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র।
গল শহরের আকাশ শুরু থেকেই মেঘাচ্ছন্ন ছিল এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের প্রথম তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা খেলায় ব্যাঘাত ঘটাতে পারে।
বাংলাদেশের প্রথম টেস্টের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।