শিরোনাম

কৃষিবিদ সীড লিমিটেড এবং Green World Genetics Sdn Bhd এর মধ্যে চারটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
কৃষিবিদ সীড লিমিটেড ও Green World Genetics Sdn. Bhd. এর মধ্যে চুক্তি স্বাক্ষর

২৬ জুন ২০২৫, আজ বৃহস্পতিবার ঢাকাস্থ কৃষিবিদ গ্রুপের কর্পোরেট অফিসে কৃষিবিদ সীড লিমিটেড এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক বীজ গবেষণা প্রতিষ্ঠান Green World Genetics Sdn Bhd-এর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Green World Genetics Sdn Bhd-এর সিইও Dr. Kim Chua, কৃষিবিদ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও কৃষিবিদ সীড লিমিটেডের চেয়ারম্যান ড. আলী আফজাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলমগীর, কৃষিবিদ সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং কৃষিবিদ সীড লিমিটেডের সিনিয়র কৃষিবিদ কর্মকর্তাবৃন্দ।

WhatsApp Image 2025 06 26 at 8.48.58 PM