২৬ জুন ২০২৫, আজ বৃহস্পতিবার ঢাকাস্থ কৃষিবিদ গ্রুপের কর্পোরেট অফিসে কৃষিবিদ সীড লিমিটেড এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক বীজ গবেষণা প্রতিষ্ঠান Green World Genetics Sdn Bhd-এর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Green World Genetics Sdn Bhd-এর সিইও Dr. Kim Chua, কৃষিবিদ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও কৃষিবিদ সীড লিমিটেডের চেয়ারম্যান ড. আলী আফজাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলমগীর, কৃষিবিদ সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং কৃষিবিদ সীড লিমিটেডের সিনিয়র কৃষিবিদ কর্মকর্তাবৃন্দ।