রোববার (৬ জুলাই), মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় এনজিও নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দেশের কৃষি খাতের অন্যতম পথপ্রদর্শক, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (UNIW)-এর কাউন্সিল মেম্বার ড. মো. আলী আফজাল।
বৈঠকে ড. ইউনূস বলেন,
“আমরা চাই ইসলামিক এনজিওগুলো শুধু সহানুভূতির জায়গা থেকে নয়, বরং কার্যকর সামাজিক ব্যবসার কাঠামোর মাধ্যমে দরিদ্রদের সহায়তা করুক। স্বাস্থ্যসেবা, নারী উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রগুলোতে সামাজিক ব্যবসা সবচেয়ে কার্যকর পন্থা।”
তিনি বিশেষভাবে বিশ্ব তরুণ সমাজকে এই চর্চায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন।
ড. আলী আফজাল, যিনি কৃষিবিদ গ্রুপ ও কৃষিবিদ সীডের মাধ্যমে দেশের কৃষি খাতে টেকসই উন্নয়নের ধারক ও বাহক, তিনি এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারি উদ্যোগের প্রতিনিধিত্ব করেন।
তিনি বলেন,
“আমরা কৃষির সঙ্গে সামাজিক ব্যবসাকে যুক্ত করেছি। বীজ উৎপাদন, কৃষি প্রযুক্তি, এবং কৃষকদের দক্ষতায়ন—এই তিন স্তম্ভে আমরা সামাজিক পরিবর্তনের জন্য কাজ করছি। UNIW প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করা আমার দায়িত্ব।”
বৈঠকে উপস্থিত ছিলেন—
বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন—
প্রফেসর মাহবুব আহমেদ (বিআইআইটি)
এস এম রাশেদুজ্জামান (সাওয়াব)