শিরোনাম

নোয়াখালীতে পানিবন্দি ৬৪ হাজার পরিবার, প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
নোয়াখালীতে পানিবন্দি ৬৪ হাজার পরিবার, প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র

নোয়াখালীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় ৬৩ হাজার ৮৬০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জেলার বিভিন্ন এলাকায় ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তবে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর থেকে বৃষ্টি বন্ধ থাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

এ পর্যন্ত ১৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২৬৮টি পরিবার। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি পানির নিচে চলে গেছে।

সদর উপজেলার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, “টানা বৃষ্টিতে আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, আমরা পানিবন্দি অবস্থায় আছি। তবে ভোরে থেকে বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি পেয়েছি। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, ২০২৪ সালের বন্যায় অনেক ক্ষতি হয়েছিল।”

চরফকিরা ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন জানান, “এবারের পানি ২০২৪ সালের বন্যার চেয়েও বেশি। অনেকের ঘর ডুবে গেছে, বাতাসে ঘর ভেঙে পড়েছে। বেশিরভাগ মানুষ আশ্রয়কেন্দ্রে চলে গেছেন।”

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, “জেলায় ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। গঠিত হয়েছে ১০১টি মেডিকেল টিম। খাদ্য সহায়তার জন্য মজুদ রাখা হয়েছে ৫০০ টন চাল ও ২৭৮০ প্যাকেট শুকনো খাবার। এছাড়া ১৮ লাখ টাকা জরুরি সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”