আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার মাস পর আবারও সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন; টি-টোয়েন্টি দলে নেই তারা।
টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন আগের মতোই সালমান আলি আগা। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনিই নেতৃত্ব দেবেন পাকিস্তানের এই ফরম্যাটের দলকে। টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে হারিস রউফ ও হাসান আলিকেও।
এই ফরম্যাটে নিয়মিত খেলা সাইম আইয়ুব আছেন স্কোয়াডে। সঙ্গে রয়েছেন ফখর জামান, হাসান নাওয়াজ, সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নাওয়াজের মতো অভিজ্ঞ ও উদীয়মান মুখ।
বাংলাদেশের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে ভালো পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। উল্লেখ্য, দানিয়াল বাংলাদেশের বিপক্ষে এই সিরিজেই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন।
অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ রিজওয়ান, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সালমান আলি আগা। ওয়ানডে স্কোয়াডে রয়েছেন বাবর আজম, আবদুল্লাহ শফিক ও নাসিম শাহ—যারা শুধুমাত্র ওয়ানডে সিরিজের জন্যই নির্বাচিত হয়েছেন।
১ আগস্ট থেকে শুরু হবে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এরপর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদে।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, সাইম আয়ুব, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে দল:
অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলি আগা। দলটিতে আরও আছেন আবদুল্লাহ শফিক, সাইম আয়ুব, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মুকিম।