সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান, ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা ৬ উইকেটে ১৭৬ রান পর্যন্ত যেতে পারে।
সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনিংয়ে শাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুব দুর্দান্ত শুরু এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে আসে ১৩৮ রান। এরপর ফারহান ৭৪ রানে শাই হোপের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেন সামার জোসেফের বলে। আইয়ুব আউট হন ৬৬ রানে, তাকে ফেরান জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৮৯/৪।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল আশা জাগানিয়া, তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। আলিকে একাই লড়াই চালিয়ে সর্বোচ্চ ৬০ রান করেন, কিন্তু দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
আগামী ৮ আগস্ট, শুক্রবার দিবাগত রাত ১২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।