শিরোনাম

বেলা ৩টা থেকে চালু হবে মোবাইলের ফোর–জি সেবা, গ্রাহকরা পাবেন বোনাস: পলক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
বেলা ৩টা থেকে চালু হবে মোবাইলের ফোর–জি সেবা, গ্রাহকরা পাবেন বোনাস : পলক

আজ রোববার বেলা তিনটা থেকে সারা দেশে মোবাইলের ফোর-জি সেবা পুনরায় চালু হবে। এ সময় গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আজ রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি দেশের ইন্টারনেট পরিস্থিতি নিয়ে মোবাইল অপারেটর ও সরকারি কর্মকর্তাদের ব্রিফ করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভ ও সহিংসতার কারণে ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, যা এখনও শিথিল অবস্থায় রয়েছে। কারফিউ জারির আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হয়, যার ফলে দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। পরের দিন, ১৮ জুলাই রাত পৌনে নয়টার পর ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়, ফলে পুরো দেশ ইন্টারনেট-বিচ্ছিন্ন অবস্থায় চলে যায়।

পাঁচ দিন ইন্টারনেট-বিহীন থাকার পর ২৩ জুলাই রাতে কিছু বিশেষ প্রতিষ্ঠানের জন্য সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হয়। ২৪ জুলাই থেকে দেশের সব অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও, সেবা এখনও আগের মতো স্বাভাবিক হয়নি। মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •