শিরোনাম

মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানালেন রাবি শিক্ষকেরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানালেন রাবি শিক্ষকেরা

মুখে লাল কাপড় বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা সরকার ঘোষিত শোক প্রত্যাখ্যান এবং দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার এক সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন-বিরোধী শিক্ষকরা এই প্রতিবাদ জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব মন্তব্য করেন, “সরকার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে। শিক্ষার্থীদের ওপর অত্যাচার ও হয়রানি চলছে। ডিবি কার্যালয়ে বসিয়ে বিবৃতি গ্রহণসহ নানা রকমের নোংরা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আমরা এসবের অবসান চাই। নির্বিচারে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, তাদের তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি।


ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন বলেন, আজ আমরা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত। সারাদেশে শিক্ষার্থীদের এবং সাধারণ জনতার ওপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে সরকার, তা সকলেই দেখেছে। এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু শিক্ষকদের নয়, বিশ্বের মানুষের বিবেককেও নাড়া দিয়েছে। মানুষ আজ সরকার ঘোষিত শোক প্রত্যাখ্যান করেছে।

আরবী বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসুদের সঞ্চালনায় ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ইসমাত আরা বেগম ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বক্তব্য দেন।

সমাবেশে শিক্ষকরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •