শিরোনাম

“বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা

কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনায় প্রতিবাদ জানিয়ে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

রাজধানীর নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান সহিংসতার প্রতিবাদে এইচএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তারা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ এবং পেইজে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতারকৃত সব এইচএসসি পরীক্ষার্থীসহ অন্যান্যদের মুক্তি না দেওয়া হয়, ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। তারা উল্লেখ করেন যে, কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি না। এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • এইচএসসি
  •