অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সেনাবাহিনীর অভিযান: তথ্য প্রদানের আহ্বান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে। সেনাবাহিনী যেকোনো ধরনের তথ্যের জন্য সাধারণ জনগণের সহায়তা চেয়ে আহ্বান জানিয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দেশের বিভিন্ন থানায় এবং কারাগারে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কারো কাছে যদি কোনো তথ্য থাকে, তাহলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেওয়ার জন্য বা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকাসহ দেশের ৪১৭টি থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যা পুলিশের হারানো অস্ত্র উদ্ধারের অভিযানকে ত্বরান্বিত করবে।