শিরোনাম

র‍্যাবের সাবেক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

র‍্যাবের সাবেক মুখপাত্র ও নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গত বুধবার (২১ আগস্ট) রাজধানীর বনানী এলাকা থেকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও স্পষ্ট নয়।

মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে গুম ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত সোমবার (১৯ আগস্ট) দুর্নীতি, গুম, এবং হত্যার অভিযোগের প্রেক্ষিতে তাকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

মোহাম্মদ সোহায়েল ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে।

অপরদিকে, মঙ্গলবার পৃথক অভিযানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করা হয়েছে। ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং আহমদ হোসেন নেত্রকোনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য।

No tags found for this post.