শিরোনাম

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ফারুক আহমেদ

দীর্ঘ এক যুগ বিসিবির সভাপতির দায়িত্ব পালন শেষে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির পরিচালকদের জরুরি সভার পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সরকারের অধীনে প্রথম বোর্ড সভা। সভায় উপস্থিত ছিলেন না পাপন, তিনি অনলাইনে যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পাপন আত্মগোপনে চলে যান, এবং বর্তমান পরিস্থিতিতে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা ছিল বেশ কঠিন। এই কারণেই পদত্যাগ করেছেন তিনি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ফারুক আহমেদকে সভাপতি পদে নিয়োগের জন্য তাকে আগে পরিচালকের পদে জায়গা করে নিতে হয়েছিল। তবে ফারুক আহমেদ বর্তমানে বোর্ডের পরিচালকের পদে ছিলেন না, তাই তাকে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে আনা হয়। এরপর পরিচালকদের ভোটে তাকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

একদিন আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, যিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •