শিরোনাম

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন মোহাম্মদ আলী আরাফাত। পরবর্তীতে, শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন এবং ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আরাফাতকে জনসমক্ষে দেখা যায়নি। এছাড়া, গত ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ তার এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার আদেশ দেয়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •